মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দারুণ বল করেছেন যুজবেন্দ্র চাহাল। সেই পারফরম্যান্সের কারণে কি আইপিএলের পার্পল ক্যাপ হাতাছাড়া হল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকার? সেইসঙ্গে কেন সুবিধাজনক অবস্থায় আছেন মহম্মদ শামি? দেখে নিন -
1/8KKR তারকার থেকে কি পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন চাহাল? দারুণ সুবিধা আছে শামির কাছে
2/8উমেশ যাদব: তিন ম্যাচে আট উইকেট নিয়ে পার্পেল ক্যাপ নিজের দখলে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পেসার। গড় ৭.৩৭। (ছবি সৌজন্যে আইপিএল)
3/8যুজবেন্দ্র চাহাল: দ্বিতীয় স্থানে আছেন রাজস্থান রয়্যালসের স্পিনার। তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি। গড় নয়। (ছবি সৌজন্যে পিটিআই)
4/8আবেশ খান: লখনউ সুপার জায়েন্টসের তারকা পেসারও তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন। তবে চাহালের থেকে তাঁর গড় বেশি - ১৩.৫৭। (ছবি সৌজন্যে পিটিআই)
5/8রাহুল চাহার: তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন পঞ্জাব কিংসের তারকা। তাঁর গড় ১০। (ছবি সৌজন্যে পিটিআই)
6/8ওয়ানিন্দু হাসারাঙ্গা: তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়। তাঁর গড় ১৫.৩৩। (ছবি সৌজন্যে পিটিআই)
7/8মহম্মদ শামি: দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন শামি। প্রথম পাঁচজনের তুলনায় একটি ম্যাচ কম খেলেছেন তিনি। ফলে পার্পল ক্যাপের তালিকায় উঠে আসার প্রবল সুযোগ আছে তাঁর সামনে। (ছবি সৌজন্যে পিটিআই)
8/8টিম সাউদি: দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাউদিও। তাঁর শামির থেকে একটু বেশি ১১.২। তবে গুজরাট টাইটানস একটি ম্যাচ কম খেলায় শামির হাতে যে সুবিধা আছে, তা সাউদির হাতে নেই। কারণ সাউদির কেকেআর তিনটি ম্যাচ খেলে ফেলেছে। (ছবি সৌজন্যে আইপিএল)