পরপর হার থেকে ঘুরে দাঁড়িয়ে একটানা জয়। যদিও শেষমেশ IPL 2022-এর প্লে-অফের টিকিট হাতে আসেনি সানরাইজার্স হায়দরাবাদের। এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে SRH-এর সেরা পাওনাগুলির দিকে চোখ রাখা যাক।
1/5কোনও সন্দেহ নেই যে, এবছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সব থেকে বড় পাওনা উমরান মালিকের উত্থান। গতবছর শেষের দিকে নটরাজনের কোভিড পরিবর্ত হিসেবে দলে ঢুকেছিলেন উমরান মালিক। তাঁর গতির দিকে নজর রেখেই উমরানকে রিটেন করে সানরাইজার্স। ফ্র্যাঞ্চাইজির আস্থার যথাযথ মর্যাদা রাখেন তিনি। এবারের আইপিএলে বাইশগজে রীতিমতো আগুন ঝরান তরুণ পেসার। ১৪ ম্যাচে তিনি ২২টি উইকেট সংগ্রহ করেন। উমরান যে হায়দরাবাদের ভবিষ্যতের সম্পদ হয়ে উঠতে চলেছেন, সেবিষয়ে সংশয় নেই কারও।
2/5অভিষেক শর্মাকে এবারের আইপিএলের আবিষ্কার বলা ভুল হবে। তবে আইপিএল ২০২২ দেখিয়ে দিয়েছে ব্যাটসম্যান হিসেবে অভিষেক কতটা পরিণত হয়ে উঠেছেন। ১৪ ম্যাচে দলের হয়ে সব থেকে বেশি ৪২৬ রান সংগ্রহ করেন অভিষেক। আগামী মরশুমে তরুণ ওপেনার সানরাইজার্সের তুরুপের তাস হয়ে দেখা দিতে পারেন।
3/5কেকেআরের ছেড়ে দেওয়া রাহুল ত্রিপাঠীকে নিলাম থেকে দলে নেওয়া যে মোটেও ভুল হয়নি, সেটা বুঝে যায় হায়দরাবাদ। আইপিএলে ধারাবাহিকতা বজায় রেখে ত্রিপাঠী ১৪ ম্যাচে ৪১৩ রান সংগ্রহ করেন। টপ-মিডল অর্ডারে হায়দরাবাদের সম্পদে পরিণত হন তিনি।
4/5ভুবনেশ্বর কুমার আইপিএলে বরাবর ধারাবাহিক। সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখেন চলতি আইপিএলেও। ১৪ ম্যাচে ১২টি উইকেট নেওয়া ছাড়াও হায়দরাবাদের হয়ে সব থেকে কৃপণ বোলিং করেছেন ভুবি। দলকে নেতৃত্ব দেওয়ার গুণও লক্ষ্য করা গিয়েছে ভুবির মধ্যে।
5/5চোট সারিয়ে টি নটরাজনের স্বমহিমায় ফিরে আসাও আইপিএল ২০২২-এ সানরাইজার্স হায়দরাবাদের বড় প্রাপ্তি। নটরাজন এবার ১১ ম্যাচে ১৮টি উইকেট নেন। উমরান-নটরাজন জুটি ভবিষ্যতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠতে পারে।