পার্পল ক্যাপ দখলের সাপ-লুডোর খেলা তাই বেশ জমজমাট। একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন বোলাররা। তালিকায় ওঠানামা লেগেই রয়েছে। ফের যুজিকে সরিয়ে লড়াইয়ের শীর্ষে উঠে এলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
1/5গুজরাট টাইটানসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে ফের যুজবেন্দ্র চাহালকে ছাপিয়ে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। গড় ১৫.০৮, ইকোনমি রেট ৭.৩৮। ছবি: বিসিসিআই
2/5পার্পল ক্যাপ তালিকায় ফের শীর্ষস্থান হারাতে হল যুজবেন্দ্র চাহালকে। ১৩ ম্যাচে তাঁর উইকেট সংখ্যাও ২৪। তবে গড় ১৬.৮৩, ইকোনমি রেট ৭.৭৬। ছবি: এএনআই
3/5কাগিসো রাবাডা আবার বেগুনি টুপির লড়াইয়ে তিন নম্বর জায়গাই ধরে রাখলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছেন তিনি। তাই ১২ ম্যাচে মোট ২২ উইকেট সংগ্রহ করে ফেলেছেন রাবাডা। গড় ১৬.৭২, ইকোনমি রেট ৮.৩৬। ছবি: এএনআই
4/5উমরান মালিক১৩ ম্যাচে ২১টি উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর গড় ২০.০০, ইকোনমি রেট ৮.৯৩। ভারতের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে আইপিএলের এক মরশুমে ২০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেছেন উমরান। ১৩ ম্যাচে উমরানের সংগ্রহ ২১ উইকেট। ছবি: পিটিআই
5/5কুলদীপের ১৩ ম্যাচে সংগ্রহ ২০ উইকেট। তাঁর গড় ১৯.৩০ এবং ইকোনমি রেট ৮.৪৫। তিনি পাঁচেই রয়েছেন। ছবি: পিটিআই