বাংলা নিউজ > ছবিঘর > IPL 2022: ৩ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে প্রথম পাঁচে ঢুকলেন লকি, শীর্ষে সেই চাহালই

IPL 2022: ৩ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে প্রথম পাঁচে ঢুকলেন লকি, শীর্ষে সেই চাহালই

রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস ম্যাচের পরে ‘পার্পল ক্যাপ’ বা বেগুনি টুপির তালিকায় খুব বেশি রদবদল হয়নি। শীর্ষে থাকা যুজবেন্দ্র চাহাল নিজের দখল মজবুত করেছেন। প্রথম পাঁচে বদল বলতে একটিই, উপরে উঠে এসেছেন গুজরাট তারকা লকি ফার্গুসন। এক নজরে দেখুন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচজনকে।