শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার টিম পাননি। বাংলাদেশের শাকিব, লিটন পরে টিম পেলেও, অবিক্রিত তাসকিন। আফগান অধিনায়কও অবিক্রিত থাকলেন। টিম পেলেন না স্যাম কারানের ভাই টম কারানও। এর বাইরেও কোন তারকারা এ বার আইপিএলে টিম পেলেন না, দেখে নিন এক নজরে।
1/9তাবরেজ সামসির ১ কোটি বেস প্রাইস ছিল। তিনিও অবিক্রিত থাকলেন।
2/9ক্রিস জর্ডনের ২ কোটি বেস প্রাইস ছিল। তিনিও অবিক্রিত থাকলেন। জো রুটরা পরে দল পেলেও ভাগ্য খুলল না ক্রিস জর্ডনের।
3/9নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনের বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকেও নিল না কোনও টিম। এ ছাড়াও দল পেলেন না রিলি মেরেডিথও। তঁকে গত বছর মুম্বই নিয়েছিল। এই বছর তাঁর বেসপ্রাইস ছিল দেড় কোটি টাকা। তবে তিনি অবিক্রিত থাকলেন।
4/9আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি আপাতত অবিক্রিত। গত বার কলকাতা তাঁকে কিনলেও, একটি ম্যাচেও খেলায়নি। এ বার কোনও দল নিলই না তাঁকে। নবি আইসিসির ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলরাউন্ডার। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি। তবু দল পেলেন না তিনি। আফগানিস্তানের আর এক প্লেয়ার মুজিব উর রহমানও অবিক্রিত। তাঁরও বেস প্রাইস ছিল ১ কোটি।
5/9রাসি ভ্যান ডার ডুসেনের বেস প্রাইস ছিল ২ কোটি। অবিক্রিত থাকলেন তিনি। এ ছাড়াও ট্রেভিস হেড (২ কোটি) অবিক্রিত থাকলেন। ডেভিড মালানও (দেড় কোটি) অবিক্রিত থাকলেন।
6/9ডারিল মিচেল (বেস প্রাইস ১ কোটি) অবিক্রিত থাকলেন। জিমি নিশামকে (বেস প্রাইস ২ কোটি) নিল না কোনও দল। পার্নেলও (বেস প্রাইস ৭৫ লক্ষ) অবিক্রিত থাকলেন।
7/9শ্রীলঙ্কার দাসুন শনাকাকেও নিল না কোনও দল। তাঁর বেসপ্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। দুষ্মন্ত চামেরাও (বেসপ্রাইস ৫০ লক্ষ) অবিক্রিত থাকলেন। এ দিকে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও দল পেলেন না। দিলশন মাদুশঙ্কাও পেলেন না টিম।
8/9টম কারানের বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তবে তাঁকে কেউ দলে নিল না। অথচ তাঁর ভাই স্যাম কারান আইপিল নিলামে সর্বোচ্চ দাম পেয়ে রেকর্ড গড়েন। ইংল্যান্ডের আর এক তারকা লুক উডও দল পেলেন না। ইংল্যান্ডের টম ব্যান্টনও অবিক্রিতই থাকলেন।
9/9তাসকিন আহমেদকেও নিল না কোনও দল। তাসকিনেরও বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।