IPL 2023 Player Auction: টাকার অঙ্কে আকাশ থেকে পাতালে পড়া ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে নিউজিল্যান্ডের দুই তারকার নাম।
1/4আইপিএল নিলামে একদিকে যেমন স্যাম কারান, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসদের আকাশছোঁয়া দাম ওঠে, অন্যদিকে অতীতে বড় অঙ্কের আইপিএল চুক্তি হাতে পাওয়া বেশ কয়েকজন তারকার দাম এবার কার্যত মাটিতে নেমে আসে। আকাশ থেকে পাতালে নামা ক্রিকেটারদের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে নিউজিল্যান্ডের দুই তারকার নাম। ছবি-আইপিএল টুইটার।
2/4নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন গত মরশুম পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদকে। ১৪ কোটি টাকা পারিশ্রমিকের উইলিয়ামসনকে এবার নিলাম থেকে অতি সস্তায় দলে নেয় গুজরাট টাইটানস। কিউয়ি তারকা বিক্রি হন ২ কোটি টাকার বেস প্রাইসে। ছবি- এএফপি।
3/4নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কাইল জেমিসন ২০২১ সালের আইপিএল নিলামে ১৫ কোটি টাকার বিশাল অঙ্কে বিক্রি হয়েছিলেন। তবে এবার তাঁকে মাত্র ১ কোটি টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। ছবি- আইপিএল।
4/4আরও খারাপ অবস্থা জিমি নিশামের। নিউজিল্যান্ডের অল-রাউন্ডারের জন্য নিলামে দর হাঁকেনি কোনও ফ্র্যাঞ্চাইজিই। তিনি আপাতত অবিক্রিত থাকেন। কারও পরিবর্ত হিসেবে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে না নিলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামা হবে না তাঁর। ছবি- এপি।