বাংলা নিউজ > ছবিঘর > IPL 2023: CSK-LSG ম্যাচের পর বদল অরেঞ্জ-পার্পল ক্যাপের তালিকায়, তবে শীর্ষে রয়ে গেলেন রুতু আর উড

IPL 2023: CSK-LSG ম্যাচের পর বদল অরেঞ্জ-পার্পল ক্যাপের তালিকায়, তবে শীর্ষে রয়ে গেলেন রুতু আর উড

সোমবার চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচের পর বদলে গিয়েছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকা। তবে দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করে শীর্ষ স্থান ধরে রেখেছেন যথাক্রমে রুতুরাজ গায়কোয়াড় এবং মাার্ক উড।