১৮মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তা না হলে ফ্যাকাসে হবে প্লে-অফে ওঠার স্বপ্ন। তবে চাপের ম্যাচের আগেই সিরাজের হায়দরাবাদের নতুন বাড়িতে কব্জি ডুবিয়ে বিরিয়ানি খেলেন কোহলি-ফ্যাফরা। আরসিবি-র টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে বিরিয়ানি পার্টির ছবি।
1/6সোমবারই হায়দরাবাদ পৌঁছে গিয়েছে আরসিবি। তাদের লিগের শেষ ম্যাচ খেলতে। সানরাইজার্স হায়দরাবাদ আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। তবে নিজেদের জায়গা পাকা করতে আরসিবি-কে জিততেই হবে। তবে এই টেনশনের মাঝেই দলের তারকা পেসার মহম্মদ সিরাজের বাড়িতে সোমবার রাতেই বিরিয়ানি পার্টি করলেন বিরাট কোহলিরা। আসলে সতীর্থ মহম্মদ সিরাজের নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল এ দিন। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে পুরো আরসিবি টিম নিয়ে সিরাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক বিরাট। খাওয়াটা তো নিমিত্ত মাত্র। তবে সবাই মিলে জমিয়ে আড্ডা দিলেন ফ্যাফ-ম্যাক্সওয়েল-কোহলিরা।
2/6হায়দরাবাদের ফিল্ম নগরে নতুন বাড়ি কিনেছেন মহম্মদ সিরাজ। আর নতুন বাড়িতে সতীর্থদের জন্য বিরিয়ানি দাওয়াত রেখেছিলেন তিনি। আরসিবির পক্ষ থেকে সিরাজের ফিল্ম নগরের নতুন বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যে নেটপাড়ায় ভাইরাল।
3/6কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল থেকে শুরু করে কোচ সঞ্জয় বাঙ্গার- সকলকেই বেশ খোশমেজাজে পাওয়া গিয়েছে সিরাজের বাড়িতে। আসলে টানা ম্যাচ খেলার ক্লান্তির মাঝে নির্ভেজাল আড্ডাটাই যেন কোহলিদের প্রাপ্তি হয়ে উঠেছে।
4/6এ দিকে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতে ২০২৩ আইপিএলে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে আরসিবি। তবে প্লে-অফে উঠতে হলে হায়দরাবাদকে ঘরের মাঠে হারাতেই হবে আরসিবি-কে।
5/6এই মুহূর্তে ব্যাঙ্গালোরের ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তবে ব্যাঙ্গালোরের সমান পয়েন্ট কিন্তু রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসেরও। তবে রাজস্থান আর কলকাতা ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ব্যাঙ্গালোর এবং পঞ্জাব খেলেছে ১২টি করে ম্যাচ। পঞ্জাবের তুলনায় আরসিবি-র রানরেট আবার অনেক বেশি ভালো।
6/6আরসিবি-র হাতে এখনও ২টি ম্যাচ আছে। একটি ম্যাচ হায়দরাবাদ এবং অন্যটি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। টাইটান্স আবার প্রথম দল হিসেবে ২০২৩ আইপিএল প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে। হায়দারাবাদ ছিটকে গিয়েছে। শুধু হায়দরাবাদ নয়, দিল্লি ক্যাপিটালসও ছিটকে গিয়েছে। বাকি দলগুলো এখনও প্লে-অফে ওঠার লড়াই করছে।