বাংলা নিউজ >
ছবিঘর > IPL 2024: ৬-৪-৬-৬- ১৩.৪ ওভারেই খেল খতম করলেন শ্রেয়স, অতীতে কোয়ালিফায়ার ১ জিতে ফাইনালে উঠলেই চ্যাম্পিয়ন হয়েছে KKR
IPL 2024: ৬-৪-৬-৬- ১৩.৪ ওভারেই খেল খতম করলেন শ্রেয়স, অতীতে কোয়ালিফায়ার ১ জিতে ফাইনালে উঠলেই চ্যাম্পিয়ন হয়েছে KKR Updated: 21 May 2024, 11:34 PM IST Tania Roy KKR vs SRH IPL 2024 Qualifier 1: যে দু'বার কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচ জিতে, সরাসরি ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, সেই দু'বারই দলের অধিনায়ক ছিলেন গম্ভীর। আর ২০২৪ আইপিএলেও কোয়ালিফায়ার ওয়ান জিতে সরাসরি ফাইনালে উঠল KKR, আর এই বছর দলের মেন্টর হিসেবে দায়িত্বে রয়েছেন সেই গম্ভীরই। এবার তৃতীয় ট্রফি আসবে? 1/5 কোয়ালিফায়ার ওয়ানে নিজেদের দাপট ধরে রেখেই ফাইনালে হাসতে হাসতে উঠে পড়ল কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালের পর ফের তারা ফাইনালে উঠল। তবে ২০২১ সালের সঙ্গে এবার বড় পার্থক্য রয়েছে কেকেআর-এর। সেবার এলিমিনেটর খেলার পর কোয়ালিফায়ার-টু খেলে ফাইনালে উঠেছিল কেকেআর। তবে তিন বছর আগে আইপিএলের ফাইনালে সিএসকে-র কাছে হেরে গিয়েছিল নাইট রাইডার্স। এবার গল্পটা একটু আলাদা। বরং অতীতের পরিসংখ্যান এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাতে পারে নাইট ভক্তদের। ছবি: এএফপি 2/5 আসলে অতীতে যে দু'বার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, সেই দু'বার অর্থাৎ ২০১২ এবং ২০১৪ সালে কোয়ালিফায়ার ওয়ান খেলে সরাসরি ফাইনালে উঠেছিল কেকেআর। তবে এবারের মতো শীর্ষে শেষ করতে পারেনি তারা। লিগ টেবলের দুইয়ে শেষ করেছিল। এবার তো পয়েন্ট টেবলের শীর্ষে শেষ করেছে কলকাতা। এবং কোয়ালিফায়ার ওয়ানে দাপটের সঙ্গে জিতে ফাইনালে উঠেছে তারা। আর কোয়ালিফায়ার ওয়ান জিতে সরাসরি ফাইনালে ওঠার পর, অতীতের পরিসংখ্যান মাথায় রেখে তিন নম্বর শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে তিলোত্তমা। ছবি: পিটিআই 3/5 তবে এখানেও একটি টুইস্ট রয়েছে। যে দু'বার কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচ জিতে, সরাসরি ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, সেই দু'বারই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আর ২০২৪ আইপিএলেও কোয়ালিফায়ার ওয়ান জিতে সরাসরি ফাইনালে উঠল নাইটরা, আর এই বছর দলের মেন্টর হিসেবে দায়িত্বে রয়েছেন সেই গম্ভীরই। গম্ভীরের ছোঁয়ায় কী তৃতীয় ট্রফি আসবে কলকাতায়? মঙ্গলবার দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে ট্র্যাভিস হেডকে প্রথম চার বলে ৬-৪-৬-৬ হাঁকিয়ে কেকেআর-এর জয় নিশ্চিত করেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১৩.৪ ওভারে খেল খতম করে দেয় কলকাতার দল। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। ছবি: পিটিআই 4/5 এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু মিচেল স্টার্কের দাপটে পাওয়ার প্লে-তেই মুখ থুবড়ে পড়ে সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডার। প্রথম ৬ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে রাহুল ত্রিপাঠির ৩৫ বলে ৫৫ এবং এনরিখ ক্লাসেনের ২১ বলে ৩২ রানের হাত ধরে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিল সানরাইজার্স। এছাড়া নয়ে নেমে দলের অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করেছিল। যার জেরে সানরাইজার্স ১৫০ রানের গণ্ডি টপকায়। তবে ১৯.৩ ওভারে ১৫৯ করে অলআউট হয়ে যায় তারা। কেকেআর-এর হয়ে মিচেল স্টার্ক নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নিয়েছেন বৈভব আরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। ছবি: এপি 5/5 জবাবে রান তাড়া করতে নেমে খুব সহজেই ১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। ফিল সল্টের পরিবর্তে ওপেন করতে নেমে ১৪ বলে ২৩ করেন রহমানুল্লাহ গুরবাজ। আর এক ওপেনার সুনীল নারিন করেন ১৬ বলে ২১ রান। তবে মূলত দুই আইয়ারের দাপটেই ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতার দল। ২৮ বলে ৫১ করে অপরাজিত থাকেন বেঙ্কটেশ আইয়ার। ২৪ বলে অপরাজিত ৫৮ করেন শ্রেয়স আইয়ার। হায়দরাবাদের টি নটরাজন এবং প্যাট কামিন্স একটি করে উইকেট নিয়েছেন। ছবি: এপি