IPL 2025: DC ছেড়ে CSK পাড়ি দিচ্ছেন পন্ত? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Updated: 12 Aug 2024, 11:21 PM ISTWill Rishabh Pant to play for Delhi Capitals? দিল্লি ক্যাপিটালস ছেড়ে কি চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন ঋষভ পন্ত? আইপিএলে মেগা নিলামের আগে সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনমা যাচ্ছে, পন্তের উপরে খুব একটা সন্তুষ্ট নয় দিল্লির ম্যানেজমেন্ট। তাঁকে রিটেন করা হবে কিনা, তা নিয়ে আলোচনা করা হচ্ছে।
আগামী মরসুমের জন্য ঠিক কতজন প্লেয়ার রিটেন করা যাবে, তা এখনও নিশ্চিত করেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল। সংখ্যাটা ৪ থেকে ৬-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সংখ্যাটা ৪ হলেও, এর মধ্যে থাকবেন ঋষভ পন্ত। ২০২২ সালে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ। গত আইপিএল দিয়েই ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন হয়। তার ২০২৩ মরশুমে ঋষভ খেলতে না পারলেও, তাঁর জার্সি ডাগআউটে রাখা থাকত। হোম ম্যাচে গ্যালারিতেও দেখা গিয়েছিল। সেই ঋষভকে যে দিল্লি ক্যাপিটালস রেখে দেবে, এমনটাই প্রত্যাশিত।
পরবর্তী ফটো গ্যালারি