1/5পাওয়ার প্লে'তে উইকেট চাই। সেজন্য আইপিএল নিলামে ট্রেন্ট বোল্টের জন্য ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তেমনই ইঙ্গিত দিলেন নাইট বোলিং কোচ ভরত অরুণ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/5আইপিএলের মেগা নিলামের আগে কেকেআরের তরফে ‘মক অকশনের’ আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় জয়ীদের সঙ্গে শনিবার দেখা করেছে নাইট কর্তৃপক্ষ। যে কর্তারা নিলামে থাকবেন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
3/5সেখানে কেকেআরের এক ফ্যান প্রস্তাব দেন, ইনিংসের শুরুতেই বাঁ-হাতি বোলার চাই। যাতে পাওয়ার প্লে'র শুরুতেই উইকেট আসে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের তারকা পেসার বোল্টের জন্য ঝাঁপানোর প্রস্তাব দেন। (ছবি সৌজন্যে কেকেআর)
4/5সেই প্রস্তাবের প্রেক্ষিতে ভরত অরুণ বলেন, 'এটা বেশ আকর্ষণীয় বিকল্প। কারণ ট্রেন্ট বোল্ট সফল হয়েছে। শুরুর দিকে বল করেছেন। অনেক উইকেট পেয়েছেন। পাওয়ার প্লে'তে খুব কার্যকরী। আমার মনে হয়, এটা বেশ আকর্ষণীয় বিকল্প।' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)