বিদেশি প্লেয়ারদের মধ্যে ইংল্যান্ডের স্যাম কারা, বেন স্টোকস, হ্যারি ব্রুক বড় কোপ মেরেছেন। এর পাশাপাশি ক্যামেরন গ্রিন, নিকোলাস পুরানদেরও দাম উঠেছে চড়চড় করে। তবে সকলকে অবাক করে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন মায়াঙ্ক। বাংলার মুকেশও প্রভাব ফেলেছেন নিলামে।
1/8আইপিএলের ইতিহাসে সব চেয়ে দামি ক্রিকেটার এখন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান। এ বারের নিলামে তাঁকে ১৮.৫০ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। তিনি একাধিক দলের টার্গেটে ছিলেন। নিলামে তাঁকে নিয়ে রীতিমতো টানাটানি হয়। শেষ পর্যন্ত রেকর্ড টাকার বিনিময়ে পঞ্জাবে গেলেন কারান।
2/8অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭.৫০ কোটিতে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামের আগে গ্রিনকে নিয়েও কম আলোচনা হয়নি। তাঁকে নিয়ে চলে দড়ি টানাটানি।
3/8প্রায় দেড় বছর পর আইপিএলে কামব্যাক করলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। কোচিতে হওয়া মিনি নিলামে ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে দলে নিয়েছে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অনেকেই মনে করছেন, ধোনির জায়গায় নেতা হিসেবে স্টোকসকে মাথায় রেখেই মাস্টারস্ট্রোক খেলেছে চেন্নাই।
4/8গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। কোচিতে আগামী আইপিএলের জন্য যে মিনি নিলামের আসর বসেছিল, তাতে লখনউ সুপার জায়ান্টস ১৬ কোটিতে দলে নিয়েছে পুরানকে। তবে পুরান গত বছর আইপিএলে ভালো খেলতে পারেননি। তাঁর পিছনে এত টাকা খরচ, খুব কি যুক্তিযুক্ত হয়েছে? প্রশ্ন বিশেষজ্ঞদের। তবে সময়ই এর উত্তর দেবে।
5/8ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুকের দিকেও বেশ কয়েকটি দলের নজর ছিল। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় তরুণ ব্রুককে। ২০২৩ আইপিএলে বড় বাজি হতে পারেন ব্রুক।
6/8মিনি নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেলেন ময়াঙ্ক আগরওয়াল। গত মরশুমে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু তিনি নিজেও ভালো পারফরম্যান্স করতে পারেননি, দলও ভালো পারফরম্যান্স করতে পারেননি। এ বার পঞ্জাব তাঁকে রিটেন করেনি। ময়াঙ্কের বেস প্রাইস ছিল ১ কোটি। সেখান থেকে নিলামে ৮.২৫ কোটিতে ময়াঙ্ককে নিল সানরাইজার্স হয়দরাবাদ।
7/8টাকার অঙ্কে ভারতীয়দের মধ্যে এই নিলামে দ্বিতীয় স্থানে রয়েছেন শিবম মাভি। এত দিন কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শিবম। এ বার তাঁকে রিটেন করা হয়নি। তাঁর বেস প্রাইস ছিল ৪০ লক্ষ। সেখান থেকে নিলামে তাঁকে ৬ কোটিতে নিল গুজরাট টাইটান্স।
8/8এ দিনের নিলামে সবচেয়ে বড় চমক বাংলার পেসার মুকেশ কুমার। বাংলার তারকা ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসে রিজার্ভে ছিলেন। এই বছর ভারতীয় ‘এ’ দলে সুযোগ পায় মুকেশ। অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে জাতীয় দলেও ডাক পান। অভিষেক না হলেও জাতীয় দলের রাডারে রয়েছেন মুকেশ। সদ্য ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরেও দারুণ পারফরম্য়ান্স করেছেন তিনি। চোট না পেলে হয়তো টেস্ট স্কোয়াডেও জায়গা পেতেন। তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। লড়াই শেষে দিল্লি ক্যাপিটালস তাঁকে নিল ৫.৫ কোটিতে।