IPL Auction Mumbai Indians: ১৫.২৫ কোটিতে দলে ইশান, ৩ কোটিতে ‘বেবি এবি’, ‘নীরব’ মুম্বই কত পেল নিলামের মার্কশিটে?
Updated: 13 Feb 2022, 07:55 AM ISTদীর্ঘ প্রায় সাড়ে নয় ঘণ্টা ধরে নিলামের প্রথম দিনে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিল মাত্র চার খেলোয়াড়কে। তাও তাঁদের মধ্যে তিনজনকে তাঁরা নেয় শেষ ঘণ্টা। বাকি প্রায় ৭ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা ধৈর্য ধরে বসে ছিল বেঙ্গালুরুর নিলাম ঘরে। তবে এই ধৈর্য ধরার ফলে বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার দলে নিয়েছেন নীতা অম্বানিরা। একনজরে মুম্বইয়ের নেওয়া ক্রিকেটারদের রেটিং:
পরবর্তী ফটো গ্যালারি