IPL 2025- ‘এ কেমন নিয়ম’! RTM নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে চিঠি! সরাসরি ৬ ক্রিকেটার রিটেনের পথে হাঁটবে দল?
Updated: 05 Oct 2024, 11:39 AM IST kkr, kolkata knight riders, ipl, rtm, rtm rule, indian premier league, bcci, icc, t20, cricket, team, india, mumbai indians, csk, dc, ভারত, আইপিএল, ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার, টি২০, ইন্ডিয়ান, প্রিমিয়ার লিগ, আরটিএম, রিটেন, প্লেয়ার, নিয়ম, নীতি, রাইট টু ম্যাচ, কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়স আইয়ার Moinak Mitra 05 Oct 2024এবার ভারতীয় ক্রিকটে বোর্ডের কাছে আরটিএম কার্ডের নিয়ম নিয়ে প্রশ্ন তুলল বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। আরটিএমের ক্ষেত্রে এক নতুন নিয়ম লাগু করতেই,তা মনে ধরছে না কিছু ফ্র্যাঞ্চাইজির। কারণ সেক্ষেত্রে একজন ক্রিকেটারকে সর্বোচ্চ বিডে আরটিএম প্রয়োগ করে আগের মতো নেওয়া যাবে না। তাঁর জন্য ফের বিড করতে হবে
পরবর্তী ফটো গ্যালারি