IPL Play Offs: আইপিএল-এর ‘বিজনেস এন্ড’ শুরু হতে চলেছে। আগামী কয়েকটি ম্যাচে একে একে দলগুলি প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়বে। আবার কিছু কিছু দল প্লে অফে নিজেদের জায়গা পাকা করবে। এই আবহে এই উইকেন্ডে অনুষ্ঠিত হতে চলা চারটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এই চার ম্যাচে ছ’টি দলের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। একনজরে দেখুন সেই সমীকরণ:
1/4PBKS বনাম RR, শনিবার বিকেল সাড়ে তিনটে: PBKS হারলে তারা IPL প্লে অফের দৌড়ে পিছলে যেতে পারে। এদিকে আজকে জিতলে রাজস্থান রয়্যালস প্রায় আইপিএল প্লে অফের দরজায় খুলে গিয়ে দাঁড়াতে পারে। (PTI)
2/4LSG বনাম KKR সন্ধ্যা সাড়ে ৭টা: ১০ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে KKR। আজ যদি কলকাতা LSG-এর কাছে হেরে যায় তাহলে প্লে অফ রেস থেকে ছিটকে যাবে। এদিকে আজকে জিতলে প্লে অফের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলতে পারে লখনউ। (PTI)
3/4SRH বনাম RCB, রবিবার বিকেল সাড়ে তিনটে: এই ম্যাচে জিতলে RCB তাদের প্লে অফের সম্ভাবনা জোরদার করতে পারে। এদিকে প্লে অফ রেসে থাকার জন্য SRH-কে এই ম্যাচ জিততেই হবে। (PTI)
4/4CSK বনাম DC, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা: CSK ইতিমধ্যেই প্লেঅফ রেস থেকে বাদ পড়েছে। কিন্তু তারা এই ম্যাচে জিতলে দিল্লি ক্যাপিটালসের যাত্রা নষ্ট করতে পারে। প্রথম চারটি দলের মধ্যে থাকতে হলে DC-কে এই ম্যাচ জিততে হবে। (PTI)