ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম ও ... more
ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবর রয়েছে। গত অর্থবর্ষে প্রথম স্থান পেয়েছে এই সার্কেল।
1/5পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট: সুদের হার ৪ শতাংশ। প্রতি বছর সুদের হিসাব করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5ডাক বিভাগের প্রাথমিক পরিসংখ্যান বলছে, মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রায় ৪৯.৪৬ কোটি টাকা আয় করেছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। লক্ষ্যমাত্রার(২৬.৭৭ কোটি টাকা) তুলনায় এটি প্রায় ১৮৫% বেশি। (প্রতীকী ছবি, সৌজন্যে রয়টার্স)
3/5আইপিপিবি-র পরিষেবা কী? ২০১৯ সালে শুরু হয় ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা। এর মধ্যে পড়ছে আধার ভিত্তিক টাকা তোলা ও জমা দেওয়া(APS), আধারের সঙ্গে ই-মেল লিঙ্ক করা, প্রবীণদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা, গ্রাহকদের বাড়িতে ডোর-স্টেপ পরিষেবা দেওয়া ইত্যাদি। এর প্রেক্ষিতে সামান্য পরিমাণে টাকা আয় করে IPPB। (প্রতীকী ছবি, সৌজন্যে টুইটার)
4/5গত অর্থবর্ষে IPPB দেশজুড়ে মোট ৪৫০ কোটি টাকা আয় করেছে। প্রতীকী ছবি : মিন্ট
5/5২০২২-২৩ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ১,০০০ কোটি টাকা। ফাইল ছবি: ব্লুমবার্গ