জন্মদিনে বিকিনি পরে বাবাকে কেট কাটায় এখন নেটপাড়ায় তুমুল সমালোচনা আমির খান কন্যা ইরা খানকে নিয়ে।
1/5চলতি সপ্তাহেই ইরা খানের জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভআইরাল হয়েছে। যেখানে ইরার জন্য সেদিন ছিল পুল পার্টি। বিকিনি পরে জন্মদিনের কেক কাটেন ইরা। একপাশে আমির ও সৎ ভাই আজাদ রাও খান। বাবাকে পাশে নিয়ে বিকিনি পরে ছবি কাটায় নিন্দে তো হলই, সঙ্গে কেক কাটার সময় ইরার আরেকপাশে কে ছিল, তা নিয়েও হল চর্চা।
2/5অনেকেই প্রশ্ন তুলেছেন ইরার বাঁ দিকে থাকা এই মধ্যবয়সী মহিলা কে? ইনি ইরা খানের মা রিনা দত্ত। আমির খানের প্রথম বউ। ‘লাগান’ অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর ইরা মায়ের কাছেই বড় হয়েছেন।
3/5১৯৮৬ সালে বিয়ে হয় আমির আর করিনা দত্তের। ১৯৯৭ সালে জন্ম হয় ইরার। মেয়ের আগে আমিরের ছেলে জুনায়েদ হয় ১৯৯৩ সালে। ২০০২ সাল নাগাদ আলাদা হয়ে যান আমির আর রিনা।
4/5বলিপাড়ায় ফিসফাস শোনা যায় ২০০১ সালে ‘লাগান’ ছবিতে কাজ করার সময় থেকেই আমিরের ঘনিষ্ঠতা বাড়ে দ্বিতীয় বউ কিরণের সঙ্গে। তার জেরেই এই বিচ্ছেদ। এরপর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। যে সম্পর্ক টিকে ছিল ২০২১ অবধি। যদিও বর্তমানে কিরণ ঈর রিনা দু'জনের সঙ্গেই আমিরের খুব কাছের সম্পর্ক। এমনকী, ইরার জন্মদিনের পার্টিতে ছিলেন সৎ মা কিরণ।
5/5বাবা-মার ডিভোর্স প্রসঙ্গে ইরার মত ছিল, দু'জনে আলাদা হলেও তাঁকে বড় করায় কেউ কোনও কার্পন্য দেখায়নি। বরং, ছোটবেলায় যখন কেউ তাঁকে বলত, ‘তোমার মা-বাবার ডিভোর্স হয়ে গেছে, আমি খুব দু;খিত’ শুনে অবাক হতেন তিনি। মনে মনে ভাবতেন ডিভোর্স তো ভালো। এতে খারাপ লাগার কী আছে!