বাংলা নিউজ >
ছবিঘর >
আমিরের পরিবারে বিয়ের জমজমাট আসর, কনের সঙ্গে খোশমেজাজে ইরা-ইমরানরা
আমিরের পরিবারে বিয়ের জমজমাট আসর, কনের সঙ্গে খোশমেজাজে ইরা-ইমরানরা
Updated: 09 Feb 2021, 05:21 PM IST
লেখক Priyanka Bose
আমির খানের পরিবারের বিয়ের সানাই। জায়েন মেরির বিয়ের অনুষ্ঠানে হাজির ভাই ইমরান থেকে ইরা খান, দেখুন ছবি-
1/10তুতো বোন অভিনেত্রী জায়েন মেরির বিয়ের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন আমির কন্যা ইরা খান। আকাশ মোহিমেনের সঙ্গে জায়েনের বিয়ে। বিয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি। উপস্থিত থাকতে দেখা যায় ইমরান খানকে। (ছবি ইনস্টাগ্রাম)
2/10নব বধূ অভিনেত্রী জায়েন মেরি খান এবং নতুন বর আকাশ মোহিমেনে সঙ্গে ইরা খান। বিবাহ অনুষ্ঠানের ছবি। আমির খানের ভাইঝি জায়েন।
3/10বিয়ের আচার অনুষ্ঠানে পালনে খান পরিবার। (ছবি-ইনস্টাগ্রাম)
4/10ছবির পরিচালনাতেও অভিজ্ঞতা রয়েছে জায়েনের। ২০১৬ সালে ‘কাপুর এন্ড সনস'-এ সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন জায়েন।
5/10অনুষ্ঠানে হলুদ কুর্তিতে জায়েন মেরি খান এবং সবুজ কুর্তাতে আকাশ মোহিমেনকে দেখা যায়। (ছবি-ইনস্টাগ্রাম)
6/10অনুষ্ঠানের মুহূর্তের ছবি। নেটফ্লিক্সের ছবি, ‘মিসেস সিরিয়াল কিলার’ দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু করেন জায়েন।
9/10‘কায়ামাত সে কায়ামাত তাক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ -এর মতো কালজয়ী ছবির পরিচালক মনসুর খানের কন্যা জায়েন। প্রাক্তন বলিউড পরিচালক মনসুর খানের কন্যা সে।
10/10কেক কেটে জীবনের বিশেষ দিনে একে অপররে সঙ্গে সারাজীবন পথ চলার শপথ গ্রহণ করেন নব দম্পতি।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.