Updated: 27 Dec 2021, 12:52 PM IST
লেখক Priyanka Bose
এই ক্রিসমাস বয়ফ্রেন্ড নুপূরের সঙ্গে ইউরোপে কাটাচ্ছেন আমির খান কন্যা ইরা খান। রইল ছবি-
1/5বয়ফ্রেন্ড নুপূর শেখরের সঙ্গে বর্তমানে ইউরোপ ট্যুরে গেছেন আমির খান কন্যা ইরা খান। সেখান থেকে ক্রিসমাস উদযাপনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইরা। (ছবি ইনস্টাগ্রাম)
2/5ক্রিসমাস মোডে ইরা এবং নুপূর। বড়দিনে বিশেষ সাজ-পোশাকে ধরা দিয়েছেন তাঁরা।
3/5বয়ফ্রেন্ড নুপূরের গালে চুম্বন করে ছবি শেয়ার করেছেন ইরা। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে সেই ছবি।
4/5সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আমির কন্যা।
5/5ইরা-নুপূরের ইনস্টাগ্রাম স্টোরিতেও উঠে এসেছে তাঁদের ইউরোপ ঘুরে বেড়়ানোর ছবি।