বাংলা নিউজ >
ছবিঘর >
বয়ফ্রেন্ডের মায়ের শাড়ি পরে ছবি পোস্ট ইরার! ‘দুর্দান্ত লাগছে’, মন্তব্য নেটিজেনের
বয়ফ্রেন্ডের মায়ের শাড়ি পরে ছবি পোস্ট ইরার! ‘দুর্দান্ত লাগছে’, মন্তব্য নেটিজেনের
Updated: 26 Jan 2022, 03:03 PM IST
লেখক Priyanka Bose
ইরার পরনে এই শাড়ি বম্বে থেকে কেনা। প্রেমির নুপূরের মায়ের শাড়ি পরে অনুরাগীদের প্রশংসা কুড়োচ্ছেন ইরা।
1/4আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান ইরা খান। সম্প্রতি ইনস্টাগ্রামে শাড়ি পরে বেশ কিছু ছবি শেয়ার করেছে ইরা। ছবিতে প্রেমিক নুপূর শিখরের মা প্রীতম শিখরের শাড়ি পরে দেখা মিলেছে আমির কন্যার। (ছবি ইনস্টাগ্রাম)
2/4ধূসর পাড়, ধাবধবে সাদা খাদি কাপড়ের শাড়ি পরে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ইরা লেখেন, ‘বম্বে থেকে কেনা খাদি কটনের শাড়ি। প্রীতম শিখড়ে শাড়ির জন্য ধন্যবাদ। হাতবাগের কথা ভুললে চলবে না’। শাড়ির সঙ্গে মানানসই হাতকাটা গোলাপি ব্লাউজ পরেছেন তিনি। পনি টেইল করে চুল বেঁধেছেন।
3/4ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ড নুপূরের সঙ্গে এই আদুরে ছবি শেয়ার করেছেন ইরা। তাঁর শেয়ার করা ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন। প্রেমির নুপূর ইরার ছবির নীচে ভালোবাসা ইমোজি দিয়েছে।
4/4নুপূর এবং তাঁর মা প্রীতম শিখড়ের সঙ্গেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন ইরা। এই প্রথম নয়, এর আগেই শাড়ির প্রতি একাধিকবার নিজের ভালোবাসা প্রদর্শন করেছেন ইরা খান।