Irani girls died due to poisoning: হঠাৎ করেই বিষক্রিয়া হচ্ছে শহরের মেয়েদের শরীরে। তাও যে সে মেয়ে নয়। বেছে বেছে স্কুলের ছাত্রীদের শরীরেই বিষক্রিয়া হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ইরানের কুম শহরের এই ঘটনাই প্রকাশ্যে এল।
1/6হঠাৎ করেই বিষক্রিয়া হচ্ছে শহরের মেয়েদের শরীরে। তাও যে সে মেয়ে নয়। বেছে বেছে স্কুলের ছাত্রীদের শরীরেই বিষক্রিয়া হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ইরানের কুম শহরের এই ঘটনাই প্রকাশ্যে এল। (AFP)
2/6কেন ও কারা এই বিষক্রিয়া ঘটাচ্ছে? তা নিয়ে নাকি কিছুই বিস্তারিত জানে না ইরান সরকার। তবে পড়াশোনা বন্ধ করতেই এমনটা করা হচ্ছে বলে ধারণা সরকারের। (AFP)
3/6গত নভেম্বর থেকে হঠাৎ করেই এমন কয়েকটি ঘটনা সামনে আসতে থাকে। দেখা যায় স্কুল পড়ুয়া হঠাৎ করেই বিষক্রিয়ায় কাহিল পয়ে পড়ছে।রীতিমতো হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাদের। অনেকেরই গত চার মাসে মৃত্যু হয়েছে। (AFP)
4/6এদিকে প্রশাসন নীরব। ১৪ ফেব্রুয়ারি এই ঘটনার তদন্ত চেয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করেন অভিভাবকরা। সন্তান কোল খালি করে চলে যচ্ছে বিষক্রিয়ায়। অথচ কোনও হেলদোল নেই সরকারের। (AFP)
5/6এই ঘেরাওয়ের পরেই অবশ্য টনক নড়ে সরকারের। আলি বাহাদরি জাহরমি এই সময় শিক্ষা বিভাগ ও গোয়েন্দা বিভাগকে খোঁজাখুঁজির নির্দেশ দেন। প্রসিকিউটর জেনারেল মহম্মদ জাফর মন্তাজেরি সেইমতো একটি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। (AFP)
6/6প্রসঙ্গত, গত বছর ১৬ সেপ্টেম্বর নিজের ইচ্ছেমতো পোশাক পরার জন্য মাহিষা আমিনি পুলিশের হেফাজতে খুন হন। তারপর থেকেই সারা ইরান প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। সরকারের তরফে দমননীতিও চলে। এই ঘটনা কি তারই আভাস? উঠছে প্রশ্ন। (AFP)