IRCTC Budget Hotel: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) পর্যটন শিল্পের উপর ফোকাস করে সারা দেশে বাজেট হোটেল নির্মাণ ও পরিচালনা করার পরিকল্পনা করছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে আইআরসিটিসি।
1/4সম্প্রতি জানা গিয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এই হোটেল প্রকল্পটি নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছে এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷
2/4উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড সরকারের সঙ্গে আইআরসিটিসি যোগাযোগ করেছে এই নিয়ে। নাগাল্যান্ড, অরুণাচল, আসামের সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
3/4কোহিমাতে বাজেট হোটেলের প্রকল্পটি ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। এদিকে মধ্যপ্রদেশের খাজুরাহোতে প্রকল্পটি বছরের শেষ বা ২০২৩ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ গুজরাটের কেভাদিয়াতেও বাজেট হোটেলের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে৷
4/4এছাড়া উত্তরপ্রদেশের লখনউ, বেনারস, অযোধ্যায় বাজেট হোটেল তৈরির পরিকল্পনা করছে আইআরসিটিসি। জমি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। মধ্যপ্রদেশের ভোপাল, উজ্জানের জন্যও প্রস্তাব পাঠিয়েছে আইআরসিটিসি।