বাংলা নিউজ >
ছবিঘর >
IRCTC Package for Bangkok: সামনেই বিয়ে! হানিমুনে কলকাতা থেকে ব্যাঙ্কক যেতে চাইলে সস্তার প্যাকেজটি দেখে নিন
IRCTC Package for Bangkok: সামনেই বিয়ে! হানিমুনে কলকাতা থেকে ব্যাঙ্কক যেতে চাইলে সস্তার প্যাকেজটি দেখে নিন
Updated: 29 Jun 2022, 07:38 PM IST
লেখক Sritama Mitra
হানিমুন ডেস্টিনেশন যদি হয় ব্যাঙ্কক, তাহলে ভারতীয় র...
more
হানিমুন ডেস্টিনেশন যদি হয় ব্যাঙ্কক, তাহলে ভারতীয় রেল নিয়ন্ত্রিত আইআরসিটিসির নয়া প্যাকেজ আপনাকে সাহায্য করতে পারে। কোথাও সমুদ্র সৈকত, তো কোথাও ইতিউতি উঁকি মারছে ইতিহাস।
1/7 চলছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই ব্যস্ত নিজের হানিমুন প্ল্যান করতে। বিয়ের পর কতদিন অফিসের ছুটি থাকবে, ছুটিতে কোথায় কোথায় ঘুরলে সঙ্গীর মন মজানো যাবে তা নিয়ে হিসেব নিকেশে ব্যস্ত অনেকেই! ভাবনা যদি থাকে মনের মানুষটিকে নিয়ে হানিমুনের ক'টা দিন ব্যাঙ্ককে যাবেন, তাহলে চটচলদি দেখে নিন এই প্যাকেজ।(AP Photo/Sakchai Lalit, File)
2/7হানিমুন ডেস্টিনেশন যদি হয় ব্যাঙ্কক তাহলে ভারতীয় রেল নিয়ন্ত্রিত আইআরসিটিসির নয়া প্যাকেজ আপনাকে সাহায্য করতে পারে। কোথাও সমুদ্র সৈকত, তো কোথাও ইতিউতি উঁকি মারছে ইতিহাস। এই নিয়েই থাইল্যান্ড। আর সেখানে বেড়াতে গেলে আইআরসিটিসির ওয়েবসাইটটি খুলে নিন।। সৌজন্য রয়টার্স।
3/7অগাস্ট মাসে রয়েছে এই বিশেষ প্যাকেজের অফার। এই সফর হবে ছয় দিন ও পাঁচ রাতের। কলকাতাতে বিমান মারফৎ ব্য়াঙ্কক ও ব্যাঙ্ক থেকে কলকাতা ফেরা নিয়ে মোট ২ ধরনের প্যাকেজ রয়েছে। ১১ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্যাকেজ। সৌজন্য আনপ্ল্যাশ।
4/7এই গোটা প্যাকেজের সর্বনিম্ন খরচ ৩৮ হাজার ৬৮ টাকা। যদি হানিমুনে না গিয়ে বন্ধুদের সঙ্গেও এই প্যাকেজে যেতে চান, তাহলেও রয়েছে সুবিধা। সেক্ষেত্রে দু, তিনজন মিলে একই ঘরে এই টাকায় থেকে যেতে পারেন। আবার একা একটি ঘর নিলে খরচ ৪৪ হাজার ২০০ টাকা।
5/7এই গোটা প্যাকেজের সর্বনিম্ন খরচ ৩৮ হাজার ৬৮ টাকা। যদি হানিমুনে না গিয়ে বন্ধুদের সঙ্গেও এই প্যাকেজে যেতে চান, তাহলেও রয়েছে সুবিধা। সেক্ষেত্রে দু, তিনজন মিলে একই ঘরে এই টাকায় থেকে যেতে পারেন। আবার একা একটি ঘর নিলে খরচ ৪৪ হাজার ২০০ টাকা। afp
6/7যাঁরা হানিমুনে নয় ফ্যামিলি ট্যুরে আইআরসিটিসির মাধ্যমে ব্যাঙ্ককে যেতে চাইছেন , তাঁদের জন্যও রয়েছে অফার। শিশুর জন্য আলাদা বিছানা লাগলে ৩৬,৩০৪ টাকা। নইলে ৩১ হাজার ৭১০ এর মধ্যেও হয়ে যাবে খরচ।
7/7১১ অগাস্ট কলকাতা থেকে ব্যাঙ্কক রওনা হয়ে ১৬ অগাস্ট ফিরতে পারবেন। থাইল্যান্ডে ব্যাঙ্কক ও পাটায়াতে থাকা ও খাওয়ার বন্দোবস্তের দায়িত্বে থাকবে আইআরসিটিসি।