বাংলা নিউজ > ছবিঘর > IRCTC Ticket Booking: আধার থাকলেই বাড়ি বসে মিলবে রেলের বিশেষ সুবিধা, জানুন কীভাবে পাবেন লাভ

IRCTC Ticket Booking: আধার থাকলেই বাড়ি বসে মিলবে রেলের বিশেষ সুবিধা, জানুন কীভাবে পাবেন লাভ

আইআরসিটিসির অ্যাপে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে বড় সুবিধা পেতে চলেছে আধারধারকরা। আধার কার্ড থাকলে এবার আইআরসিটিসি অ্যাপেই দ্বিগুণ সংখ্যক টিকিট কাটা যাবে। আগে নিয়ম ছিল মাসে আইআরসিটিসির ব্যক্তিগত অ্যাপ থেকে সর্বোচ্চ ৬টি টিকিট কাটা যেত। নতুন নিয়মে এখন ১২টি পর্যন্ত টিকিট কাটা যাচ্ছে আইআরসিটিসি অ্যাপে। এই আবহে আর আপনাকে কষ্ট করে স্টেশন পর্যন্ত যেতে হবে না।