আইআরসিটিসির অ্যাপে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে বড় সুবিধা পেতে চলেছে আধারধারকরা। আধার কার্ড থাকলে এবার আইআরসিটিসি অ্যাপেই দ্বিগুণ সংখ্যক টিকিট কাটা যাবে। আগে নিয়ম ছিল মাসে আইআরসিটিসির ব্যক্তিগত অ্যাপ থেকে সর্বোচ্চ ৬টি টিকিট কাটা যেত। নতুন নিয়মে এখন ১২টি পর্যন্ত টিকিট কাটা যাচ্ছে আইআরসিটিসি অ্যাপে। এই আবহে আর আপনাকে কষ্ট করে স্টেশন পর্যন্ত যেতে হবে না।
1/4আইআরটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকলেই এবার মাসে ৬টির বদলে ১২টি টিকিট কাটা যাবে। পুরনো অ্যাকাউন্টধারীরা অনায়াসে অ্যাপে ‘আধার কেওয়াইসি’-তে ক্লিক করে আধার লিঙ্ক করা যাবে। একটি অ্যাকাউন্টে একাধিক যাত্রীর আধার সংযোগ করে রাখা যেতে পারে। যাদের আধার নম্বর সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে, তাদের একজনের নাম টিকিটে অবশ্যই থাকতে হবে। (MINT_PRINT)
2/4‘আধার কেওয়াইসি’ করাতে প্রথমে www.irctc.co.in ওয়েবসাইটে গিয়ে লগইন করুন। উপরের মেনুতে 'My Account'-এ ক্লিক করুন এবং 'Link your Aadhaar' বিকল্পটি নির্বাচন করুন। পরবর্তী উইন্ডোতে, আধার কার্ড অনুসারে আপনার নাম লিখুন, তারপরে আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি, চেক বক্সটি নির্বাচন করুন এবং Send OTP বোতামে ক্লিক করুন। আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে আপনি যে ওটিপি পেয়েছেন সেটি লিখুন এবং তা ভেরিফাই করুন। (MINT_PRINT)
3/4এদিকে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার নিয়মে আরও একটি পরিবর্তন করেছে আইআরসিটিসি। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন টিকিট বুকিংয়ের আগে আপনাকে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে। অনলাইনে টিকিট বুক করার আগে ব্যবহারকারীদের মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি যাচাই করা প্রয়োজন। এটি ছাড়া আপনি টিকিট বুক করতে পারবেন না। (MINT_PRINT)
4/4এমন অনেক ব্যবহারকারী আছেন যারা করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে অনলাইনে টিকিট বুক করেননি। যাচাইকরণের এই নয়া নিয়ম শুধুমাত্র এই ধরনের লোকদের জন্য কার্যকর করা হয়েছে। আপনিও যদি অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে টিকিট না কেটে থাকেন, তাহলে আগে আপনার অ্যাকাউন্ট যাচাই করে নিন। (MINT_PRINT)