বাংলা নিউজ > ছবিঘর > IRCTC Tour Package: পুজোর আগেই ঘুরে আসা যাবে বারাণসী-গয়া! নয়া ট্যুর প্যাকেজ চালু রেলের

IRCTC Tour Package: পুজোর আগেই ঘুরে আসা যাবে বারাণসী-গয়া! নয়া ট্যুর প্যাকেজ চালু রেলের

যাত্রীদের সুবিধা অনুযায়ী প্রতি মাসে নতুন নতুন ট্যুর প্যাকেজের ঘোষণা করে থাকে আইআরসিটিসি। বর্ষা, শীতকাল এবং গ্রীষ্মের সময় ঘোরাঘুরি করার জন্য নানান প্যাকেজ নিয়ে আসে রেল। এই আবহে এবার পিণ্ডদান করতে যাওয়া ব্যক্তিদের জন্য একটি ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ১০ সেপ্টেম্বর থেকে শ্রাদ্ধকাল শুরু হতে চলেছে। এই আবহে আইআরসিটিসি অনেক রেলযাত্রীর সুবিধার্থে এই প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।