ছেলে বাবিল খানের ২৪ তম জন্মদিনে আবেগপ্রবণ স্ত্রী সুতপা সিকদার।
1/9রবিবার ২৪ বছরে পা দিলেন ইরফান খানের ছেলে বাবিল খান। ছেলে বাবিলের জন্মদিনে, ইরফানের স্ত্রী সুতপা সিকদার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইরফান এবং বাবিলের অনেক ছবি শেয়ার করেছেন। ছবির মাধ্যমে তিনি বাবিল ও ইরফানের বন্ধন দেখিয়েছেন। (ছবি ইনস্টাগ্রাম)
2/9ছবিগুলি শেয়ার করে সুতপা সিকদার লিখেছেন, ‘বাবিল, তোমার ২৪ তম জন্মদিনে, আমি স্বীকার করছি যে তোমার জন্মের সময় একসঙ্গে বজ্রপাত এবং আজানের শব্দ হয়েছিল, যা আমি পরে বুঝতে পেরেছিলাম যে তোমার মেজাজের মতো ছিল।’
3/9সুতপা আরও লিখেছেন, ‘এই আজান এবং বজ্রপাতের দ্বন্দ্ব অভিভাবকত্বকে খুব চ্যালেঞ্জিং করে তুলেছে। কিন্তু এর সৌন্দর্য হল আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির মতো, যা আমাদের ভুল চিন্তাকে ধুয়ে দেয়।’
4/9ইরফান পত্নীর কথায়, ‘সেই সোদা মাটির ঘ্রাণে তুমি আমাদের জীবনে যে সুগন্ধ এনেছ তা অপূরণীয়। তোমাকে ধন্যবাদ, আপনার কেরিয়ার, পছন্দের প্রতি আমার প্রতিরোধ ঝড়ের শুকনো পাতার মতো উড়ে গিয়েছে। সম্পর্কের সেই পর্যায়ে আমি আছি। তোমাকে সেই রূপেই গ্রহণ করেছি।’
5/9সুতপা সিকদার লিখেছেন, 'কখনও কখনও ভাঙা হৃদয় এবং বিব্রত থেকে, হেরে গিয়েও তুমি 'চালদি কুড়ি'-তে নাচো, আমাকে মুগ্ধ করে। আমি সেই কারণে ইশ্বরকে ধন্যবাদ জানাই।'
6/9সুতপা সিকদার আরও লিখেছেন, 'তুমি যেভাবে 'চালদি কুড়ি' গাও তা নুসরাত সাহাবের গানের সঙ্গে যে তীব্র ভাবে মিলেও যায়।'
7/9‘তুমি সর্বোপরি আমার প্রথম সন্তান। ইরফান যখন তোমাকে প্রথম দেখেছিল, তখন আবেগে ভেসে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এটা আজও মনে আছে।’
8/9সুতপা সিকদার লিখেছেন, ‘হাসপাতালের ঘরের পর্দা উড়ছিল, নার্সেরা দেবদূতের মতো ছিলেন। সেই সময় তিনি যেন মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করার মতো তাঁদের সঙ্গে উদযাপন করছিলেন। অনড় অবস্থায় হাসি, আনন্দ, কান্না ইরফানের মধ্যে দেখেছিলাম। তার চারপাশে সব ভেসে যাচ্ছি, সেই মুহুর্তে, ইরফান যেন ছিলেন, ভগবান শিবের একটি নিখুঁত ছবি।’