তিনি লেখেন, 'কলকাতা পোর্ট ট্রাস্ট জানিয়েছে যে, ৭০ বছর বয়সী ব্রিজটি আজ গুটখা প্রেমীদের থুতুর কারণে ক্ষয়ের মুখে।'
1/4গুটখার পিকে নষ্ট হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ। এমনই দাবি তুললেন এক IAS অফিসার। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
2/4এ বিষয়ে টুইটারে পোস্ট করেন আওয়ানিশ শাহরান নামের ওই আধিকারিক. তাতে হাওড়া ব্রিজের একটি ছবি শেয়ার করেন। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/4তিনি লেখেন, 'কলকাতা পোর্ট ট্রাস্ট জানিয়েছে যে, ৭০ বছর বয়সী ব্রিজটি আজ গুটখা প্রেমীদের থুতুর কারণে ক্ষয়ের মুখে।' এরপর তিনি সেই টুইটে শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন এবং অমিতাভ বচ্চনকে ট্যাগ করেন। অর্থাত্ গুটখা সংস্থার বিজ্ঞাপন করেন এমন বলি তারকাদের ট্যাগ করেন তিনি। ছবি: টুইটার (Twitter)
4/4 কলকাতা পোর্ট ট্রাস্ট যদিও জানিয়েছে, ২০১৪ সাল থেকে হাওড়া ব্রিজের প্রতিটি পিলারে ফাইবার গার্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সেই পুরনো গার্ড বদল করা হয়। নিয়মিত সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। ফাইল ছবি: টুইটার (Twitter)