ছেলের বয়স সবে দেড় বছর! ফের মা হচ্ছেন হার্দিক পান্ডিয়া ঘরনি? নাতাশার বেবি বাম্প ধরা পড়ল নতুন ছবিতে!
1/6২০২০ সালের শুরুতেই মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে সকলকে চমকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ওই বছরের ৩০শে জুন ফুটফুটে পুত্র সন্তানের মা হন নাতাশা।
2/6অগস্ত্যার জন্মের ঠিক এক মাস আগেই নাতাশার প্রেগন্যান্সি নিউজে সিলমোহর দিয়ে নিজেদের গোপন বিয়ের খবরও ফাঁস করেন হার্দিক-নাতাশা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের বোধহয় সুখবর শোনাতে চলেছেন হার্দিক-নাতাশা। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6দিন কয়েক আগেই ক্রিসমাস সেলিব্রেশনে মেতেছিল গোটা দেশ। বড়দিনের আনন্দ সপরিবারে উদযাপন করেছেন হার্দিক-নাতাশা। সেই ঝলকই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরেছেন তারকা দম্পতি। তবে সেই ছবি দেখে চোখ কপালে নেটপাড়ার! (ছবি-ইনস্টাগ্রাম)
4/6গোলাপি ভেলভেট অফ শোল্ডার গাউনে ক্রিসমাস সেলিব্রেশনে পাওয়া নাতাশাকে। সেই পোশাকের ফাঁক ঠেলে যেন সুস্পষ্ট হার্দিক ঘরনির বেবি বাম্প! নেটিজেনদের অনেকেরই মনে হচ্ছে সার্বিয়ান সুন্দরী অন্তঃসত্ত্বা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6হার্দিক-নাতাশা পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশ্ন, কেউ লিখেছেন- ‘আবার প্রেগন্যান্ট?’ কোনও কোনও নেটিজেন লিখছেন, ‘অগস্ত্যর ছোট্ট ভাই বা বোন আসছে শীঘ্রই’। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6এই মুহূর্তে চোট সমস্যায় জর্জিত হার্দিক। ফিটনেসের অভাবে তিনি মাঠে নেই, সেই সুযোগে ফ্যামিলি টাইমটা ভালো ভাবেই এনজয় করছেন হার্দিক পান্ডিয়া। তবে নাতাশার ফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে এখনও মুখ খোলেননি দুজনেই।