1/5ছোটোপর্দার বাহামণি সোরেনকে মনে আছে? তাঁর মুখে 'বটে বটে' শুনেই একটা সময় শুরু হত বাঙালি সিরিয়াল প্রেমীদের সন্ধ্যা। ‘ইষ্টিকুটুম’ খ্যাত অভিনেত্রী রণিতা দাস রিয়েল লাইফে কিন্তু একদম আলাদা। নায়িকার হটলুক আপনাকে ঘায়েল করবে। (ছবি-ফেসবুক)
2/5ইষ্টিকুটুম- মাঝপথে ছেড়ে দিয়েছিলেন রণিতা। এরপর ছোটোপর্দায় সেইভাবে কামাল করে দেখাতে পারেননি। তবে ‘বাহামণি’কে এখনও দর্শক ভোলেনি। আপতত ওটিটি প্ল্যাটফর্মেই মন দিয়েছেন রণিতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন একের পর এক সেক্সি ছবি। (ছবি-ফেসবুক)
3/5নীল-সাদা পোলকা ডট মনোকিনিতে হাইরাইজের সুইমিং পুলের উপর বসে রয়েছেন রণিতা। ভেজা গা-শরীর থেকে চুঁইয়ে পড়ছে হটনেস। রণিতার এমন লুক দেখে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়বে - এ তো স্বাভাবিক।
4/5ডিপনেক মনোকিনির ফাঁক দিয়ে সুস্পষ্ট ক্লিভেজ। বাঁকা চাউনিতে ঘায়েল করছেন রণিতা। এই টেলি সুন্দরীর ভোলবদল দেখে হাঁ সব্বাই! (ছবি-ফেসবুক)
5/5রণিতাকে শেষ দেখা গিয়েছে বয়ফ্রেন্ড সৌপ্তিকের পরিচানায় ‘খেলা শুরু’ সিরিজে। দুজনে একসঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। আপতত সেই নিয়ে ব্যস্ত তাঁরা। বিয়ের এখনই কোনও প্ল্যান নেই! (ছবি-ফেসবুক)