ISL 2024-25: আনোয়ার আলির দাম বাড়াতে বাজাজের চাল ব্যর্থ, বাগানেই খেলবেন তারকা ডিফেন্ডার
Updated: 10 Jul 2024, 05:19 PM ISTMohun Bagan Transfer News: রঞ্জিত বাজাজের চাল ব্যর্থ হল। এক বছর আগে ফিফা যে নিয়ম চালু করেছে, সেটা এখনও বলবৎ করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অর্থাৎ পুরোনো নিয়মই এই বছর বহাল থাকছে। তাই আনোয়ারের সঙ্গে ২০২৯ পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি মোহনবাগানের।
পরবর্তী ফটো গ্যালারি