ISRO Scientist Death: স্তব্ধ ইসরো, হার্ট অ্যাটাকে প্রয়াত চন্দ্রযান ৩-এর কাউন্টডাউন করা বিজ্ঞানী
Updated: 04 Sep 2023, 07:15 AM ISTসাম্প্রতিককালে একাধিক গুরুত্বপূর্ণ রকেট উৎক্ষেপণ করেছে ইসরো। বাণিজ্যিক ভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হোক, কি চন্দ্রযান ৩ বা আদিত্য এল১, ব্যস্ততায় দিন কাটছে ইসরোর বিজ্ঞানীদের। আর যেকোনও রেট লঞ্চের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয় শেষের কাউন্টডাউন। সেই কাউন্টডাউনের দায়িত্বে থাকা বিজ্ঞানী প্রয়াত হলেন গতকাল।
পরবর্তী ফটো গ্যালারি