ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, চাকরি কমানোর ক্ষেত্রে মূলত ওরাকলের বিজ্ঞাপন এবং কাস্টমার সার্ভিস গোষ্ঠীর কর্মীদেরই বেছে নেওয়া হয়েছে।
1/5মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মীদের ছাঁটাই শুরু করেছে ওরাকল কর্প। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে ভারত, কানাডা এবং ইউরোপের কিছু অংশেও ছাঁটাই হতে পারে। ছবি: ওরাকল (Reuters)
2/5ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, চাকরি কমানোর ক্ষেত্রে মূলত ওরাকলের বিজ্ঞাপন এবং কাস্টমার সার্ভিস গোষ্ঠীর কর্মীদেরই বেছে নেওয়া হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5ওরাকল মূলত তথ্য বিশ্লেষণ এবং টার্গেট অ্যাডভার্টাইজিংয়ের পরিষেবা বিক্রি করে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
4/5সংস্থার সর্বশেষ বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ৩১মে পর্যন্ত প্রায় ১,৪৩,০০০ ফুল টাইম কর্মী ছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Reuters)
5/5ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, কিছু কর্মীকে বলা হয় যে, তাঁদের পদটাই তুলে দেওয়া হয়েছে। এক প্রাক্তন কর্মী, যিনি এই ছাঁটাই পর্বে চাকরি হারিয়েছেন, তিনিই এ বিষয়ে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী জানান, ছাঁটাইয়ের তালিকা জুনিয়র সেলস কর্মীর মতো ছোট পদের পাশাপাশি, একজন ডিভিশন সেলস ডিরেক্টরও ছিলেন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই বেতন কমার খবর শোনা যাচ্ছিল। তবে সেই সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে, তাঁদের চাকরি নিরাপদ আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Reuters)