আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ পার হয়ে গিয়েছে গত ৩১ জুলাই। এরপর কাউকে আয়কর রিটার্ন জমা দিতে গেলে জরিমানা দিতে হবে। তবে এখনও বিনা জরিমানা দিয়ে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তবে সবাই সেই সুযোগ পাবেন না। জেনে নিন বিশদে...
1/5করদাতাদের প্রতি বছরই বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এর জন্য সরকার একটি সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমার মধ্যেই করদাতাদের নিজেদের রিটার্ন ফাইল করতে হয়। কিন্তু অনেকেই নির্ধারিত তারিখের মধ্যে তাঁদের আয়কর রিটার্ন দাখিল করতে সক্ষম হযন না। এর জেরে তাঁদের জরিমানাসহ আয়কর রিটার্ন জমা করতে হয়। এই জরিমানা আয়কর রিটার্ন দাখিলের ‘লেট ফি’ হিসাবে সংগ্রহ করা হয়। ফাইল ছবি : পিটিআই
2/5২০২১-২২ আর্থ বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। যে করদাতাদের নিজের অ্যাকাউন্ট অডিট করানোর প্রয়োজন পড়ে না, তাঁদের এই তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হত। এই করদাতারা যদি ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল না করে থাকেন তাহলে তাঁদের ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
3/5কর্পোরেট অথবা যাদের অ্যাকাউন্ট অডিট করা প্রয়োজন, তাঁরা ৩১ অক্টোবরের মধ্যে আইটিআর রিটার্ন জমা করলে তাদেরকে কোনও জরিমানা দিতে হবে না। এদিকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিয়ে রিটার্ন ফাইল করার সুযোগ পাবেন বেতনভোগীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
4/5এদিকে ট্যাক্স রিটার্ন যাচাই না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ বলে বিবেচনা করা হয় না। আগে, ই-ভেরিফিকেশনের জন্য ১২০ দিন পাওয়া যেত, যা এখন কমিয়ে ৩০ দিন করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
5/5২৯ জুলাই আয়কর বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, যদি কোনও করদাতা ৩১ জুলাইয়ের মধ্যে তাঁর রিটার্ন দাখিল করেন তবে তিনি ই-ভেরিফিকেশনের জন্য ১২০ দিন পাবেন। যদি করদাতা ১ অগস্ট বা তার পরে রিটার্ন ফাইল করেন, তাহলে তিনি যাচাইয়ের জন্য মাত্র ৩০ দিন পাবেন।