ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা রেডমন্ড বলেছে, এই ছাঁটাই প্রক্রিয়ার ফলে, মাইক্রোসফটের ১,৮০,০০০ কর্মীর ১%-এরও কম প্রভাবিত হবে।
1/5বিশ্বের অন্যতম বড় আইটি সংস্থাতেও ছাঁটাই! সোমবার মাইক্রোসফট কর্পোরেশন কিছু কর্মী হ্রাস করেছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা রেডমন্ড বলেছে, এই ছাঁটাই প্রক্রিয়ার ফলে, মাইক্রোসফটের ১,৮০,০০০ কর্মীর ১%-এরও কম প্রভাবিত হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5'অন্যান্য সমস্ত কোম্পানির মতোই, আমরা নিয়মিত আমাদের ব্যবসার অগ্রাধিকার মূল্যায়ন করি। সেই অনুযায়ী কাঠামোগত সমন্বয় করা হয়,' একটি ইমেল বিবৃতিতে বলেছে মাইক্রোসফট। ফাইল ছবি : ব্লুমবার্গ (REUTERS)
4/5সেই সঙ্গে সংস্থা এটাও জানিয়েছে, 'আমরা ব্যবসায় বিনিয়োগ চালিয়ে যাব। আগামী বছর সামগ্রিকভাবে নিয়োগ বাড়ানোও হবে।' ফাইল ছবি : মিন্ট (REUTERS)
5/5অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগলও সম্ভাব্য অর্থনৈতিক মন্দার কারণে নিয়োগ কমানোর পরিকল্পনা করেছে। সিইও সুন্দর পিচাই মঙ্গলবার কর্মীদের একটি ইমেলে এমনটা জানিয়েছে। ছবি : রয়টার্স (REUTERS)