ITC Shares : শুধু তাই নয়, মাঝে মূল্যবৃদ্ধির কারণে বহু সংস্থার অনেক ভোক্তা পণ্যের গ্রামীণ চাহিদাও কমে গিয়েছিল। তা সত্ত্বেও শেয়ার বাজারে সময়টা ভালই কাটছে আইটিসি-র।
1/7ITC-র শেয়ারে মালামাল! চলতি বছরে এখনও পর্যন্ত ITC শেয়ারগুলি প্রায় ২৪% বেড়েছে। টালমাটাল বাজারেও দুর্দান্ত পারফর্ম করছে আইটিসির শেয়ার। ফাইল ছবি : পিটিআই (Pixabay)
2/7শুধু তাই নয়, মাঝে মূল্যবৃদ্ধির কারণে বহু সংস্থার অনেক ভোক্তা পণ্যের গ্রামীণ চাহিদাও কমে গিয়েছিল। তা সত্ত্বেও শেয়ার বাজারে সময়টা ভালই কাটছে আইটিসি-র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Pixabay)
3/7ITC-র শেয়ারের হঠাৎ এত চাহিদা কেন? বাজার বিশেষজ্ঞ কুনাল ভোরার কথায়, 'বিনিয়োগকারীরা একটু সাবধানি থাকার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। তাঁরা এখন বেশি ক্যাশ ফ্লো উৎপন্নকারী সংস্থাগুলিতেই বেশি ভরসা করছে। আগে এগুলিই লোকে অবহেলা করেছিল। আইটিসি ভাল ভ্যালু এবং আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করে।' ফাইল ছবি : রয়টার্স (Pixabay)
4/7ব্লুমবার্গের ডেটা অনুযায়ী, আইটিসি শেয়ার বর্তমানে তাদের ২০২৪ সালের আনুমানিকের প্রায় ১৮ গুণ বেশি স্তরে রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Pixabay)
5/7আরও কয়েকটি বিষয়ের প্রভাব রয়েছে। উদাহরণ স্বরূপ, চলতি বছর, কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপর কোনও কর বৃদ্ধি করা হয়নি। (ছবি সৌজন্য পিটিআই) (Pixabay)
6/7বিশ্লেষকদের অনুমান, সংস্থার সিগারেটের বিক্রির পরিমাণ ২০২১-২২ সালের Q4-এ প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের মার্চ মাসে, লকডাউনের সময়ে সকলেই স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন। তাছাড়া দোকানপাট, রাস্তাঘাটও বন্ধ থাকত। ফলে সিগারেটের বিক্রি অনেকটাই কমেছিল। ফাইল ছবি: পিটিআই (Pixabay)
7/7কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের বিক্রি বাড়তে শুরু করে। FY22-এ সংস্থার নিজস্ব সেগমেন্টাল আয়ের ৮১%-ই সিগারেট থেকে হয়েছে(সুদ এবং কর (Ebit) প্রদানের আগে)। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)