Bonus History: মাত্র ১ লাখ টাকা রাখলেই আজ এই শেয়ারে ১.২৩ কোটি টাকা ফেরত পেতেন!
Updated: 18 Feb 2023, 06:34 PM ISTbseindia.com-এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ITC-র শেয়ারের দাম গত দুই দশকে তিনবার এক্স-বোনাসে ট্রেড করেছে। ২১ সেপ্টেম্বর ২০০৫-এ, ITC শেয়ার ১:২ অনুপাতের বোনাস দেয়। অর্থাত্, প্রতি দু'টি আইটিসি শেয়ার-পিছু যোগ্য আইটিসি শেয়ারহোল্ডারদের একটি করে বোনাস শেয়ার প্রদান করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি