ITR e-Verification Fine: রিটার্ন দাখিল করেছেন? তাও ৩১ অগস্টের মধ্যে এই কাজ না করলে হবে ৫০০০ টাকা জরিমানা!
Updated: 21 Aug 2022, 09:03 AM IST Abhijit Chowdhury 21 Aug 2022 income tax return, it return, it return e verification, আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন জরিমানা, আয়কর রিটার্ন ই ভেরিফিকেশনআয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে গত ৩১ জুলাই। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিয়ে রিটার্ন ফাইল করার সুযোগ রয়েছে এখনও। তবে আপনি যদি ৩১ জুলাইয়ের মধ্যে আপনার রিটার্ন দাখিল করে থাকেন তবে আপনি সেই জরিমানা থেকে বেঁচে গিয়েছেন। তবে আপনি যদি রিটার্ন দাখিলের পরও পুরো প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না করে থাকেন, তাহলে শীঘ্রই তা করে ফেলুন। ট্যাক্স রিটার্ন যাচাই না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ বলে বিবেচনা করা হয় না। আগে, ই-ভেরিফিকেশনের জন্য ১২০ দিন পাওয়া যেত, যা এখন কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি