বাংলা নিউজ >
ছবিঘর >
ITR Filing 2021-22: আয়কর রিটার্ন জমার সময়সীমা কি বাড়ানো হচ্ছে? জেনে নিন সাম্প্রতিক আপডেট
ITR Filing 2021-22: আয়কর রিটার্ন জমার সময়সীমা কি বাড়ানো হচ্ছে? জেনে নিন সাম্প্রতিক আপডেট
Updated: 20 Dec 2021, 02:28 PM IST
লেখক Ayan Das
- আয়কর রিটার্নের সময়সীমা কি বাড়ানো হবে? তা নিয়ে দিনকয়েক ধরে জল্পনা চলছে। জেনে নিন বিষয়টা।
1/4আয়কর রিটার্নের সময়সীমা কি বাড়ানো হবে? তা নিয়ে দিনকয়েক ধরে জল্পনা চলছে। সেই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
2/4তারইমধ্যে সোমবার আয়কর দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইটি রিটার্ন ফাইল না করলে জরিমানা গুনতে হবে। (ছবিটি প্রতীকী)
3/4সোমবার টুইটারে আয়কর দফতরের তরফে বলা হয়েছে, 'প্রিয় করদাতারা, একটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর দাখিলের শেষদিন হল আগামী ৩১ ডিসেম্বর। অপেক্ষা করবেন না। আজই আয়কর রিটার্ন দাখিল করুন।' (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @IncomeTaxIndia)
4/4গত শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত আইটি রিটার্ন ফাইল করা হয়েছে ৩,৭১,৭৪,৮১০ টি। সেদিনই ৬,৯১,৩৩৮ রিটার্ন জমা পড়েছিল। (ছবিটি প্রতীকী)
অন্য গ্যালারিগুলি