ITR Filing last date: ৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য জরিমানা ৫,০০০ টাকা। আরও দেরি হলে জরিমানা বাড়বে।
1/5আগামিকাল, ৩১ জুলাই ২০২২ আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ। সেটা পেরিয়ে গেলে কী কী হতে পারে? এ বিষয়ে টুইটে জানালেন আয়কর বিশেষজ্ঞ সম্ভব দাগা। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য জরিমানা ৫,০০০ টাকা। আরও দেরি হলে জরিমানা বাড়বে। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১,০০০ টাকা জরিমানা হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5আপনি ITR ফাইল করার তারিখ পর্যন্ত প্রদেয় বকেয়া করের উপর প্রতি মাসে ১% হারে সুদ প্রযোজ্য হবে।(ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
5/5সুতরাং, যদি আপনার বকেয়া প্রদেয় কর (TDS এবং অগ্রিম করের পরে) যদি ২ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে অগস্ট মাস থেকে যতদিন না আপনি আইটি ফাইল করছেন, ততদিন, প্রতি মাসে ২,০০০ টাকা করে সুদ প্রযোজ্য হবে। ফাইল ছবি: পিটিআই (PTI)