আপনি যদি আইটিআর ফাইল করার শেষ তারিখ, ৩১ জুলাইয়ের মধ্যে আপনার আইটিআর ফাইল না করে থাকেন তবে হতাশ হবেন না। আপনি ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন ফাইল করতে পারবেন। এর জন্য আপনাকে লেট ফি দিতে হবে। আপনার আয় যদি ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করলে ৫ হাজার টাকা লেট ফি দিতে হবে। এদিকে ৫ লাখের কম আয়ের ক্ষেত্রে লেট ফি হবে হাজার টাকা।
1/4রবিবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ আয়কর দফতরের তরফে শেষবার্তায় জানানো হয়েছে, রাত ১১ টা পর্যন্ত ৬৭,৯৭,৬০৭ টি আয়কর রিটার্ন জমা পড়েছে।
2/4২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইলের শেষদিন ছিল ৩১ জুলাই। যে সময়সীমা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। গতরাত এক ঘণ্টায় (১০ টা থেকে ১১ টায়) জমা পড়েছে ৪৫০,০১৩ টি আয়কর রিটার্ন।
3/4এমনিতে নিয়ম অনুযায়ী, প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে গত অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে গত দুটি অর্থবর্ষে সেই সময়সীমা বাড়ানো হলেও এবার সেই সুযোগ দেওয়ার কোনও ভাবনাচিন্তা করেনি কেন্দ্র।
4/4এদিকে যদি কোনও ব্যক্তির মোট আয়, কর ছাড়ের সীমা অতিক্রম না করে, তবে দেরিতে আইটিআর ফাইল করলেও তাঁকে জরিমানা দিতে হবে না। এ ক্ষেত্রে আয়করের 234F ধারার অধীনে কোনও লেট ফি নেওয়া হয় না।