মধ্যরাত পর্যন্ত চলে আইটিআর ফাইলিং। শেষ কয়েক ঘণ্টাতেই জমা পড়ে লক্ষ লক্ষ আয়কর রিটার্ন। আপনার আইটিআর ফাইল করা হয়ে গিয়েছে তো?
1/5রবিবার রাত ১১টা পর্যন্ত ৬৭.৯৭ লক্ষেরও বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। এমনটাই বলছে আয়কর বিভাগের পরিসংখ্যান। গতকাল, ৩১ জুলাই ২০২১-২২ অর্থবর্ষের জন্য ITR ফাইল করার শেষ দিন ছিল। ফাইল ছবি: রয়টার্স (reuters)
2/5'আজ রাত ১১ টা পর্যন্ত ৬৭,৯৭,০৬৭টি #ITR ফাইল করা হয়েছে। গত ১ ঘণ্টায় ৪,৫০,০১৩টি #ITR ফাইল করা হয়েছে,' রবিবার টুইট করেছে আয়কর বিভাগ। ছবি: টুইটার (reuters)
3/5৩১ মার্চ ২০২২-এ শেষ হওয়া অর্থবর্ষে অ্যাকাউন্ট অডিট করতে হবে না, এমন করদাতাদের আই-টি রিটার্ন দাখিলের শেষ দিন ছিল রবিবার। ফাইল ছবি : পিটিআই (reuters)
4/5মধ্যরাত পর্যন্ত চলে আইটিআর ফাইলিং। তারপর যদিও ট্যাক্স-রিটার্ন দাখিলকারীদের সময়ের পরে ফাইলিংয়ের জন্য লেট ফি দিতে হচ্ছে। ফাইল ছবি : পিটিআই (reuters)
5/5৩০ জুলাই পর্যন্ত ৫.১ কোটির বেশি ট্যাক্স রিটার্ন দাখিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (reuters)