ইলেকট্রনিক আইটিআর ডেটা জমার সময়সীমা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)। সোমবার, ১ অগস্ট থেকে এই বিজপ্তি কার্যকর হবে।
1/5আয়কর রিটার্ন (ITR) ই-ভেরিফিকেশনের নয়া সময়সীমা ৩০ দিন। ইলেকট্রনিক আইটিআর ডেটা জমার পর এতদিন ১২০ দিনের সময়সীমা ছিল। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5এবার সেটা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)। সোমবার, ১ অগস্ট থেকে এই বিজপ্তি কার্যকর হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5যে সমস্ত করদাতাদের ৩১ মার্চ, ২০২২-এ শেষ হওয়া অর্থবর্ষের জন্য অ্যাকাউন্ট অডিট করতে হবে না, তাঁদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ছিল ৩১ জুলাই। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
5/5রবিবার রাত ১১টা পর্যন্ত ৬৭.৯৭ লক্ষেরও বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল বলে জানিয়েছে আয়কর বিভাগ। ছবি: টুইটার (PTI)