1/7না আর কোনও জল্পনা নয়। এবার নিজের মুখেই আমির খান কন্যা ঘোষণা করলেন, হ্যাঁ প্রেম করছেন তিনি। খুল্লমখুল্লা নিজের ফিটনেস ট্রেনার নূপুর শিখর'কে ভালোবাসার কথা বললেন ইরা খান। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7প্রেমের সপ্তাহ চলছে। আর প্রেমের মরসুমেই প্রেম সাগরে ডুব দিলেন আমির খান ও রিনা দত্তের মেয়ে ইরা। এদিন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে ফিটনেস কোচ নুপূরের সঙ্গে একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করলেন তিনি।
3/7ইরা লেখেন, এটা আমার সৌভাগ্য যে আমি তোমার সঙ্গে এবং তোমাকে প্রমিস করতে পারছি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7গত বছর নভেম্বর থেকেই ইরার নতুন প্রেমের খবর নিয়ে সরগরম বলিউড। সবে ২৩ বছরে পা রেখেছেন ইরা খান। নভেম্বরে নুপূরের পরিবারের সঙ্গে দিওয়ালির উত্সব পালন করতে দেখা গিয়েছিল ইরাকে। এরপর থেকেই মাথাচাড়া দেয় দুজনের প্রেম সম্পর্ক।
5/7আমির খানের মেয়ে ইরা খান রীতিমতো ইন্সটাগ্রাম সেনশেন। নিউইয়র্কের মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির সঙ্গে দু’বছরের প্রেম সম্পর্ক ছিল তাঁর। এরপর নুপূরের সঙ্গে ইরার প্রেমের কাহিনি শুরু।
6/7ইরার পাশাপাশি আমির খানের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার নূপুর শিখর। ইরার প্রায় দ্বিগুন বয়সী সে। একাধারে ইরারও ফিটনেস ট্রেনারও নূপুর। গত ৯ মাস ধরে নূপুর শিখরের সঙ্গে ডেটিং করছেন ইরা খান এমনটাই জানা যাচ্ছে।
7/7লকডাউনের মাঝেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মহাবালেশ্বরের ফার্ম হাউজে একসঙ্গে সময় কাটাতে গিয়েছে ইরা আর নূপুরকে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.