Jadavpur University shines in World: বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞান-গবেষকের মধ্যে যাদবপুরের ৪২ জন আছেন। যা ভারতের কেন্দ্রীয় এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ।
1/5বিশ্বের সেরাদের তালিকায় জায়গা করে নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪২ জন আছেন। তাছাড়া সেই তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন বিজ্ঞানীর নামও আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/5বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে রিসার্চ পেপার বা গবেষণাপত্রের মান কেমন, লেখক হিসাবে কোনও রিসার্চ পেপারের কত নম্বরে ওই বিজ্ঞানীর নাম আছে - সেই সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকা তৈরি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই তালিকা অনুযায়ী, ভারতের মোট ৩,৯৭৬ জন বিজ্ঞানী আছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
3/5স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুরের সর্বোচ্চ বিজ্ঞানী-গবেষক আছেন (গতবার ২৯ জন ছিলেন)। তালিকায় আছেন যাদবপুরের মোট ৪২ জন বিজ্ঞানী-গবেষক। যাদবপুরের থেকে এগিয়ে আছে শুধুমাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি দিল্লি, খড়্গপুর, বম্বে, মাদ্রাজ, কানপুর এবং রুরকি) আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাফল্যে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপাচার্য সুরঞ্জন দাস। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের হাতে অর্থ কম আছে। সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও কম অর্থের জোগান নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের গবেষণা চলছে। গবেষণার ক্ষেত্রে বিশ্বের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় পাল্লা দিচ্ছে বলে গর্ববোধ করেছেন সুরঞ্জনবাবু।
5/5আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) বিজ্ঞানী-গবেষকরাও আছেন। ওই তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১১ জন বিজ্ঞানী-গবেষকের নাম আছে। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। (ফাইল ছবি)