রাজস্থানের ছোট্টগ্রাম কিথানা। সেখানেই জন্মেছিলেন জগদীপ ধনখড়। ১৯৫১ সালের ১৮ মে তাঁর জন্ম। এরপর চিতোড়গড়ের সৈনিক স্কুল থেকে পঠনপাঠন শুরু। তবে প্রাথমিক শিক্ষা কাথানার মতো ছোট্ট গ্রামের স্কুলেই।
1/6 বাংলার রাজ্যপাল থেকে সোজা দিল্লিতে উপরাষ্ট্রপতি পদের দৌড়ে জগদীপ ধনখড়। এর আগে তাঁর কেরিয়ারের শুরুটা কেমন ছিল? কেমন ছিল জগদীপ ধনখড়ের উত্থানের কাহিনি। তাঁর জীবনের নানান অজানা দিক একনজরে দেখে নেওয়া যাক। (আর্কাইভ) (HT_PRINT)
2/6বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে এবার দেশের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। একদিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যেখানে দ্রৌপদী মুর্মুকে রেখে কার্যত বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে, সেখানে জগদীপ ধনখড়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। (HT_PRINT)
3/6রাজস্থানের ছোট্টগ্রাম কিথানা। সেখানেই জন্মেছিলেন জগদীপ ধনখড়। ১৯৫১ সালের ১৮ মে তাঁর জন্ম। এরপর চিতোড়গড়ের সৈনিক স্কুল থেকে পঠনপাঠন শুরু। তবে প্রাথমিক শিক্ষা কাথানার মতো ছোট্ট গ্রামের স্কুলেই। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (HT_PRINT)
4/6রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করার পর ধীরে ধীরে আইনজীবীর হওয়ার পথে পা বাড়িয়ে নেন জগদীপ ধনখড়। আর একটা সময় পা রাখেন রাজনীতিতে। জনতা দলের হাত ধরে আসেন রাজনীতির ময়দানে। (HT_PRINT)
5/6ছিলেন সাংসদ- জনতা দলের তরফে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংসদ নির্বাচিত হন জগদীপ ধনখড়। রাজস্থানের ঝুনঝুনু থেকে তিনি নির্বাচিত হন। পরবর্তীকালে রাজস্থানের কিষাণগঞ্জ থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন। রাজস্থানের বিধানসভার বিধায়ক ছিলেন ১৯৯৩ থেকে ৯৮ সাল পর্যন্ত। ফাইল ছবি (HT_PRINT)
6/6এর পরবর্তী সময়ে জগদীপ ধনখড় রাজস্থান হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নির্বাচিত করেন। পরবর্তীকালে ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়কে পদপ্রার্থী ঘোষণা করে এনডিএ। (PTI Photo) (HT_PRINT)