বাংলা নিউজ > ছবিঘর > Jana Bank FD & Savings Interest: সেভিংসে ৭% সুদ, FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! এই ব্যাঙ্কের নয়া রেট যেন ‘জ্যাকপট’

Jana Bank FD & Savings Interest: সেভিংসে ৭% সুদ, FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! এই ব্যাঙ্কের নয়া রেট যেন ‘জ্যাকপট’

সেভিংস এবং ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধির ঘোষণা করল জনা ব্যাঙ্ক। এর ফলে এবার জনা ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকরা স্থায়ী আমানতের ওপর সর্বোচ্চ ৮.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এদিকে সাধারণ আমানতকারীরা ফিক্সড ডিপোজিটের ওপর সর্বোচ্চ ৭.৩৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন।