ঘামে ভেজা ছবিতে প্রশংসায় ভরিয়ে দেয় ফ্যানেরা, বিষয়টা একদম মাথায় ঢোকে না জাহ্নবীর! নায়িকার বার্তা, 'আমি শুধু জিম করি না, ওর বাইরেও অনেক কিছু করি'।
1/7চাবুক ফিগার ধরে রাখতে প্রতিদিন জিমে সময় কাটান শ্রীদেবী কন্যা। ফিটনেসের মামলায় খুব সচেতন জাহ্নবী কাপুর। প্রতিদিন পাপারাতজিদের ক্যামেরায় জিমের পোশাকে লেন্সবন্দি হন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় সেইসব ছবি। (ছবি- সংগৃহীত)
2/7জাহ্নবীর সেই জিম লুক নিয়ে চর্চার শেষ নেই, নীতি পুলিশরা বোল্ড পোশাকের জন্য কটাক্ষ করতেও ছাড়েন না কাপুর পরিবারের এই সদস্যকে। এই সব নিয়েই এবার মুখ খুললেন জাহ্নবী।
3/7শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়েছিলেন জাহ্নবী। আর সেখানেই হিন্দুস্তান টাইমসের ম্যানেজিং এডিটর সোনাল কালরার সঙ্গে আড্ডা দিলেন এই বলি সুন্দরী, সঙ্গে ছিলেন কাকা অনিল কাপুর। দুজনেই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব নিয়ে মুখ খোলেন।
4/7 জাহ্নবী জানান, জিম পরবর্তী সময়ে তাঁর ঘামে ভেজা ছবি নিয়ে ফ্যানেদের মাতামাতি দেখে অবাক হন তিনি। অভিনেত্রী বলেন, ‘লোকজন সবসময় আমাকে বলে তাঁরা আমার জিম লুক দেখেছে, বা সেটা পছন্দ করে। কিন্তু আমি শুধু জিম করি এমনটা নয়। তবে বিষয়টা আমি খারাপ চোখে দেখি না’। আমি সত্যি অভিভূত, অ্যাটেনশন পেতে কার না ভালো লাগে'।
5/7ট্রোলারদের উদ্দেশে জাহ্নবীর বার্তা, 'কারুর যদি আমার জিমের পোশাক নিয়ে আপত্তি থাকে, বা কোনও সমস্যা থাকে সেটাও ঠিক আছে। ওই বিষয়টার খেয়াল রাখাটা আমার কাজ নয়, ওটা আমার কাজের একটা ফলাফল মাত্র'।
6/7নিন্দুকেরা যাই বলুক না কেন, জাহ্নবীর জিম লুক সুপারহিট তাঁর ফ্যানেদের মধ্যে।
7/7ভাইঝির কথা শুনে অনিলের আফসোস, পাপারাতজিরা তাঁর জিম লুক নিয়ে একদম মাথা ঘামায় না, এমনকি জিমে গেলে তাঁর ছবিও তুলতে চায় না। তিনি মশকরা করে বলেন, ‘ওরা আমার ছবি চায় না। ওরা শুধু জাহ্নবীর ছবি তোলে। আমাকেও জিমের বাইরে ছবির জন্য যেতে হবে।’