বাংলা নিউজ >
ছবিঘর >
পোল্যান্ডের ঘন জঙ্গলে ট্রেকিংয়ে জাহ্নবী, পোস্ট করলেন দুর্ধর্ষ সব ছবি
পোল্যান্ডের ঘন জঙ্গলে ট্রেকিংয়ে জাহ্নবী, পোস্ট করলেন দুর্ধর্ষ সব ছবি
Updated: 18 Jul 2022, 04:18 PM IST
লেখক Priyanka Bose
পোল্যান্ডে ঘন জঙ্গলে লেকের ধারে দাঁড়িয়ে একাধিক ছবি শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।
1/6পোল্যান্ডের ঘন জঙ্গলে বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রকৃতির কোলে সময় কাটিয়ে দুর্দান্ত কিছু ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন বলি সুন্দরী। (ছবি ইনস্টাগ্রাম)
2/6পোল্যান্ডে ঘন জঙ্গলে লেকের ধারে দাঁড়িয়ে অভিনেত্রী। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দিনটা ভালো ছিল।’
3/6ঘন জঙ্গলের মাঝে ট্রেকিং করছেন জাহ্নবী। তাঁর ছবিতে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেন।
4/6শীঘ্রই অভিনেত্রীকে ‘গুড লাক জেরি’ ছবিতে দেখা যাবে। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ সেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’-র অফিসিয়াল রিমেক এই ছবি।
5/6ঘন জঙ্গলে ট্রেকিংয়ের মাঝে আরাম করার সময় ছবি। নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন নায়িকা। লেকের ধারে জাহ্নবীর শেয়ার করা ছবি থেকে চোখ ফেরাতে পারেছন না নেটিজেন।
6/6‘গুড লাক জেরি’তে ড্রাগস বিক্রেতার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। আগামী ২৯শে জুলাই সরাসরি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।