Bollywood divas: জাহ্নবী কাপুর থেকে তারা সুতারিয়া, ব্রাইডমেইডদের পোশাকের অনুপ্রেরণা হিসেবে ট্রাই করতে পারেন অভিনেত্রীদের এই লুক। বিয়ের মরসুমে আপনার প্রিয় বলিউড ডিভাদের লুকগুলি কিন্তু বেশ জমকালো-
1/6মহামারীর কারণে অনেকের বিয়েই পিছিয়ে গিয়েছে। বিয়ের কনেরা অবশ্যই অনুষ্ঠানের মধ্যমণি। তবে তাঁদের পরে লাইমলাইটে থাকেন ব্রাইডমেইডস। আর এর মরশুমে সেই জোনের মধ্যে আপনি পড়লে কেমন সাজবেন ভাবছেন? আপনার প্রিয় বি-টাউন সেলিব্রিটিদের কাছ থেকে নিতে পারেন ফ্য়াশন টিপস.. (ছবি ইনস্টাগ্রাম)
2/6বেনারসি সিল্ক শাড়ি ম্যাচিং ব্লাউজ সঙ্গে মাথায় খোপা পরে ফুল লাগাতে পারেন। জাহ্নবী কাপুরের এই লুক কিন্তু ব্রাইডস মেইড হিসেবে একেবারে পারফেক্ট।
3/6একটু বেশি গ্ল্যামারাস লুক চাইলে পরাই যায় লেহেঙ্গা। সঙ্গে চুল খোলা রেখে গলায় একটা চোকার। সারা আলি খান কিন্তু এই লুকের সঙ্গে হাতে শুধু ম্যাচিং চুড়ি পরেছেন।
4/6বাধাই দো অভিনেত্রী ভূমি পেডনেকর চমত্কার আধুনিক লেহেঙ্গায় ধরা দিয়েছেন সম্প্রতি। ফ্লোরাল এই লেহেঙ্গায় উজ্জ্বল লুকে নায়িকা।
5/6ব্রাইডস মেইড হিসেবে আপনাকে যদি সারা দিন অনেক দৌড়াদৌড়ি করতে হয় তবে একটি শারারা বা সালোয়ার সেট অবশ্যই আপনার দিনের জন্য পোশাক হওয়া উচিত। ঝুমকো আর হাতে চুড়ি, একেবারে রাকুলের মতো উজ্জ্বল লুক।
6/6বলিউডের অন্যতম ফ্য়াশন ডিভা তারা সুতারিয়া। ব্রাইডমেইড হিসেবে হালকা কিছু পরতে চান, ট্রাই করতে পারেন ডিপ নেক ব্লাইউজের সঙ্গে তারার এই লুক।