শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে প্রাথমিক ভাবে ছিলেন না জসপ্রীত বুমরাহ। পরে অবশ্য বিশেষ ভাবে দলে ঢোকানো হয়েছিল। তবে তাঁর অন্তর্ভুক্তির ছয় দিন পরই ফের বাদ পড়েন বুমরাহ। এই আবহে ভারতীয় দলের তারকা পেসারকে নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে তিনি নেই। প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে থাকবেন তো?
1/5জানা গিয়েছে, বেঙ্গালুরুর এনসিএ-তে সিমুলেশন টেস্ট সম্পন্ন করেছেন বুমরাহ। তাঁর শরীর কতটা চাপ নিতে পারছে, সেই পরীক্ষা করার সময়ই প্রশিক্ষণ দ্বিতীয় দিন ফের অস্বস্তি বোধ করেন তিনি। এই আবহে আপাতত রিহ্যাবেই আছেন তিনি। রিহ্যাবে সব কিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয়ার্ধ্বে ফিট হতে পারেন তিনি। এদিকে অক্টোবর-নভেম্বরে ভারতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে বুমরাহকে নিয়ে সতর্ক টিম ম্যানেজমেন্ট। (AFP)
2/5ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বুমরাহকে বল হাতে ছোটার আগে আরও তিন সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। এর জেরে নিশ্চিত ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি২০ সিরিজ থেকে বাদ যাচ্ছেন বুমরাহ। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে থাকা হচ্ছে না বুমরাহর। যা দলের জন্য বড় ধাক্কা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (AFP)
3/5পিঠের চোটের কারণে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন বুমরাহ। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি টিম ইন্ডিয়ার অংশ ছিলেন না। চোট সেরে ওঠার পর দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করে ছিলেন। সম্প্রতি এনসিএ বুমরাহকে সম্পূর্ণ ফিট বলে ঘোষণা করেছিল। ৩ জানুয়ারি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য তাঁকে টিম ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। (AFP)
4/5২৯ বছর বয়সী জসপ্রীত বুমরাহ ২৫ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। এদিকে তিনি গতবছর ১৪ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শেষ ওয়ানডে খেলেছিলেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বুমরাহকে ব্লু জার্সিতে দেখতে মুখিয়ে সমর্থকরা। তবে ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই কোনও ঝুঁকি নিতে চায় না। (ফাইল ছবি) (AFP)
5/5অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করেন বুমরাহ। রোহিতের কথায়, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছিল বুমরাহ। বোলিং শুরু করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। তবে গত দু'দিনে দুর্ভাগ্যের শিকার হয়েছে ও। ওর পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। তবে এটা বড় কিছু নয়। যদিও বিশ্বকাপের (টি২০) আগে একটা বড় চোট ছিল ওঁর। তাই আমাদের সতর্ক থাকতেই হয়। আমরা সেটাই করেছি।' (ফাইল ছবি, সৌজন্যে এপি) (AFP)